প্রেগন্যান্সির
সময় সেক্স ভাল না খারাপ তা নিয়ে দোনামনায় ভোগেন প্রায় সব মহিলাই। অনেকেই
মনে করেন এই সময় সেক্স ডেকে আনতে পারে নানা সমস্যা। তবে চিকিত্সকরা কিন্তু
জানাচ্ছেন এর কোনও ভিত্তি নেই। প্রেগন্যান্সিতেও বজায় রাখতে পারেন নিয়মিত
সেক্স লাইফ। এতে ক্ষতির সম্ভাবনা তো নেই, বরং আপনাকে সুস্থ রাখতে সাহায্য
করবে সেক্স।
এই সময় সেক্স নিয়ে কিছু ভুল ধারণা-
১। সংক্রমণ: এই সময় সেক্স সংক্রমণ ছড়াতে
পারে বলে ভাবেন অনেকে। সার্ভিক্সের মুখের মিউকাস জালিকা সংক্রমণ রুখতে
সাহায্য করে। অ্যামনিওটিক স্যাক ও জরায়ুর পেশি আপনাকে শিশুকে সুরক্ষিত করে।
২। শিশুর ক্ষতি হবে: গর্ভাবস্থায় সেক্সে
শিশুর ক্ষতি করবে এই ধারণাও একেবারে ভুল। এই সনয় অর্গাজম কোনও ভাবেই আপনার
শিশুর ক্ষতি করে না। বরং হৃদস্পন্দন শিশুর স্বাস্থ্য ভাল রাখবে।
৩। প্রিম্যাচিওর ডেলিভারি: অনেকে ভাবেন
প্রেগন্যান্সিতে সেক্সের ফলে গর্ভযন্ত্রণা শুরু হয়ে যাবে। যার ফলে
প্রিম্যাচিওর ডেলিভারি হয়ে যেতে পারে। চিকিত্সকরা কিন্তু জানাচ্ছেন
সম্পূর্ণ উল্টো কথা। তাঁরা বলছেন প্রিম্যাচিওর ডেলিভারির সম্ভাবনা কমাতে
গর্ভাবস্থায় নিয়মিত সেক্স করুন।
তবে কিছু সমস্যা থাকলে এই সময় সেক্স থেকে দূরে থাকাই ভাল। যেমন-
যদি প্রেগন্যান্সির প্রথম পর্যায়ে আপনার রক্তক্ষরণ হয়ে থাকে তা হলে চিকিত্সকরা বলেন অন্তত ১৪ সপ্তাহ পর্যন্ত সেক্স থেকে বিরত থাকতে।
সার্ভিক্সের কোনও সমস্যা থেকে থাকে।
প্লাসেন্টা নীচের দিকে নেমে আসার প্রবণতা থাকে।
অতিরিক্ত রক্তপাতের প্রবণতা থাকে।
যোনিতে কোনও রকম ইনফেকশনের প্রবণতা থেকে থাকে।

0 comments:
Post a Comment