Pages

Monday, August 8, 2016

ছেলেকে বিয়ে করাতে গিয়ে বিয়ে করলেন বাবা নিজেই!

http://banglanews2010.blogspot.com/
বোঝো ঠ্যালা! ছেলেকে বিয়ে করাতে নিয়ে গিয়ে ক্ষোদ পাত্র হলেন বাবা। শুধু তাই নয়, ছেলের আগেই টোপর পড়ে বিয়ের আসরে বিয়ে সারতে হল নিজের।কেন এমনটা করতে হল বরের বাবাকে? মেয়ের বাড়িতে হাজির বর পক্ষ। ছেলের সঙ্গে বাবা ও তার পরিবার। মেয়ে বাড়িতে সবই ঠিক, হঠাৎ বাধ সাধল মেয়ের মা। নিজের ছোট মেয়ের বিয়ের আগে বড় মেয়ের বিয়ে হতে হবে, যতদিন না বড় মেয়ের বিয়ে হচ্ছে ছোট মেয়ের বিয়ে দেবেন না তিনি। ছেলেও নাছোড়বান্দা। বিয়ে করেই বাড়ি ফিরবে। কোনও উপায় না দেখে বড় মেয়েকে বিয়ের প্রস্তাব দেন ছেলের বাবা। এই প্রস্তাবে রাজিও হয়ে যান মেয়ের মা। ব্যস। বাবা ছেলে একই আসরে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়ে পড়লেন। ঘটনাটি ঘটেছে দক্ষিণ সৌদিতে।

0 comments:

Post a Comment

 
Blogger Templates