Pages

Wednesday, August 10, 2016

মেহেদি পাতায় ৫ সমস্যার সমাধান

http://banglanews2010.blogspot.com/
মেহেদি সাধারণত হাত রাঙাতেই ব্যবহার করা হয়। কিন্তু যদি বলা হয় এটি ত্বকের সমস্যাও দূর করবে! তবে অবাক হবেন নিশ্চয়ই?



এর কিছু ঔষধি গুণও রয়েছে যা সারিয়ে তুলতে সাহায্য করে ত্বকের বিভিন্ন রোগ। দেখে নেওয়া যাক এর কিছু ঔষধি গুণ—
পা ফাটা
শীতকালে তো পা হরদম ফাটে। তবে কারো কারো বারো মাস পা ফাটার সমস্যা থাকে। এ ছাড়া চামড়া ওঠার সমস্যাও থাকে অনেকের। মেহেদি পাতা বেটে ফাটা জায়গায় পুরু প্রলেপ দিয়ে রাখুন। আধা ঘণ্টা রেখে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে পা ফাটা প্রতিরোধ হবে।
খুশকি
মাথার ত্বকে ফাঙ্গাসের আক্রমণে খুশকির মতো চর্মরোগ হয়। খুশকি দূর করতেও মেহেদি পাতা বেশ কার্যকর। একটি পুরো ডিম ফেটিয়ে নিন। এর সঙ্গে মেহেদি পাতা বাটা ভালো করে মিশিয়ে নিন। মিশ্রণটি মাথার ত্বকসহ পুরো চুলে লাগান। আধা ঘণ্টা রেখে চুল শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুইদিন এটি ব্যবহার করুন। দেখবেন খুশকি দূর হয়ে যাবে এবং চুলও পুষ্টি পাবে।
পানি পচা রোগ
সাধারণত নোংরা, জীবাণুযুক্ত পানি লেগে এই রোগ হয়। আবার দীর্ঘক্ষণ পানিতে কাজ করলেও এ রোগ হতে পারে। এতে আঙুলের মাঝের অংশে ক্ষতের সৃষ্টি হয়। ক্ষতে মেহেদির প্রলেপ লাগিয়ে রাখলে ঘা ভালো হয়ে যায়।
বলিরেখা
বলিরেখা দূর করতেও মেহেদির তুলনা নেই। ভাবছেন ত্বক লাল হয়ে যাবে কি না? মুখের ত্বকে মেহেদি ব্যবহারের নিয়মটি পুরো আলাদা। আপনার প্রতিদিনের ফেসপ্যাকে মিশিয়ে নিন কয়েক ফোঁটা মেহেদি পাতার রস। আর ফেসপ্যাক ১০ মিনিটের বেশি রাখবেন না। নিয়মিত ব্যবহারে বলিরেখা হবে দূর।
পুরনো ক্ষত
পুরোনো ক্ষত, যেগুলো বারবার ফিরে আসে, এসব ক্ষত সারিয়ে তুলতে সাহায্য করে মেহেদি। মেহেদি পাতা বেটে এ রকম ক্ষতে লাগিয়ে রাখুন। দেখবেন ক্ষত সেরে গেছে।

0 comments:

Post a Comment

 
Blogger Templates