Pages

Wednesday, July 20, 2016

শিখে রাখুন এক সেকেন্ডের মধ্যে শিশুর কান্না থামানোর দূ্র্দান্ত এক উপায়! (ভিডিও)

baby cry 

শিশুরোগ বিশেষজ্ঞ রবার্ট হ্যামিলটন বা ডা. বব গত ৩০ বছর ধরে নবজাতকদের পরিচর্যা করে আসছেন। তাই সে খুব ভাল করেই শিশুদের কান্না থামাতে পারেন।
নবজাতক শিশুর কান্না থামানোর জন্য তিনি যে সকল কাজ করেন তা তিনি সম্প্রতি ইউটিউবে প্রকাশ করেছেন। মুহূর্তেই মধ্যেই একটি শিশুর কান্না থামানো যায়।


অ্যাশটন নামের একজন নবজাতকের কান্না থামানর চেষ্টা করছেন ডা. বব। তিনি প্রথমে অ্যাশটনকে কোলে নিয়ে তার ডান ও বাম হাত বুকের উপর নিয়ে বব তার বাম হাত দিয়ে অ্যাশটনের বুকে হাত দিয়ে ধরেন এবং ববের ডান হাত দিয়ে অ্যাশটনের পেছন দিকে সাপোর্ট দেন। এভাবে মুহূর্তের মধ্যেই শিশুটি কান্না থামিয়ে দেয়। তিনি আরও কয়েকটি উপায়ে শিশুকে কোলে নেন, এতে শিশুটি কান্না থামিয়ে দেয়। সম্পূর্ন প্রক্রিয়াটি দেখুন

0 comments:

Post a Comment

 
Blogger Templates