Pages

Thursday, July 28, 2016

সংসার সুখের হয় ‘পর্ন’-এর গুণে? বলছেন কী দম্পতি!

http://banglanews2010.blogspot.com/
ক্যামেরা অন করে সঙ্গম করলে নাকি বাড়ে যৌনসুখ। এমনটাই দাবি করেছেন এক দম্পতি। এতে নাকি উন্নত হয়েছে দাম্পত্য সম্পর্ক আর অবৈধ প্রেমের কোনও জায়গাই নেই। একশো শতাংশ বিশ্বাস করেন পরস্পরকে।



বহুদিন ধরে পর্ন তোলেন ফ্যালিচা কার এবং তাঁর স্বামী স্টিভ বিগ্‌স। নিজেরাই অভিনেতা, নিজেরাই পরিচালক। বলা ভাল, নিজেদের যৌনমিলনইক্যামেরাবন্দি করেন তাঁরা। তার পর একটি পর্নসাইটে আপলোড করেন নিয়মিত।
এমনটা করার কারণ শুনলে তাজ্জব বনে যেতে হয়। স্টিভ বলেন, ‘‘আমাদের লুকোনোর কিছু নেই। বন্ধ দরজার ওপারে বলে কিছু নেই। সব কিছু উন্মুক্ত। আমাদের সবটা সবাই জানেন।’’
কিন্তু কেন? স্টিভের বক্তব্য, ক্যামেরা চলছে এটা জানলে নাকি ওঁর এবং ওঁর স্ত্রীর যৌন উদ্দীপনা বে়ড়ে যায়, মিলনেও তৃপ্তি আসে বেশি। শুধু তা-ই নয়, স্টিভ জানিয়েছেন যে, এর ফলে ওঁদের দাম্পত্য জীবন নাকি প্রভূত উন্নত হয়েছে। পরস্পরের থেকে শারীরিক-মানসিক তৃপ্তির যেহেতু কোনও ঘাটতি নেই তাই অবৈধ সম্পর্ক তৈরি হওয়ারও কোনও সম্ভাবনা দেখেন না তাঁরা।
দু’জন দু’জনকে সম্পূর্ণ বিশ্বাস করেন।

0 comments:

Post a Comment

 
Blogger Templates